জামির্তা ইউনিয়ন পরিষদ সিংগাইর উপজেলার অদূরেই অবস্থিত। মানিকগঞ্জ জেলা সদর হতে ২২ কিলোমিটার পূর্ব দিকে সিংগাইর বাস স্ট্যান্ড থেকে বাস, সি.এন.জি, মোটর সাইকেলে অথবা ঢাকার গাবতলী থেকে হেমায়েতপুর হইয়ে বাস্তা দিয়ে সি.এন.জি, লেগুনা, হ্যালো বাইক, মোটর সাইকেলে জামির্তা ইউনিয়ন পরিষদে আসতে হয়।